ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন
আজ দেয়া হচ্ছে ৪ জুনের টিকিট। যাত্রীদের অভিযোগ, কাউন্টারের ধীর গতির কারণে টিকিট পেতে দেরি হয়েছে। অনেকে আবার কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষোভ জানিয়েছেন। এদিকে, র্যাবের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে ৪ জুন থেকে। সে হিসেবে ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ।
শেষ দিনের কাক্ষিত টিকিট পেতে তাই অনেকেই আগে ভাগে ভিড় জমান কাউন্টারগুলোতে।
তবে, যাত্রীদের অভিযোগ, দীর্ঘ প্রতিক্ষার পরও অনেকেই পাচ্ছেন না প্রত্যাশিত টিকিট। তার উপর ভ্যাপসা গরমে ভিড় ঠেলে যারাই কাক্ষিত লক্ষ্য টিকিট কাউন্টারে পৌঁছেছেন তাদের প্রায় সবাই কাউন্টারের ধীর গতির অভিযোগ তোলেন। সেই সঙ্গে নারীদের একটি মাত্র কাউন্টার থাকায় দুর্ভোগ আরো বাড়িয়েছে বলে অভিযোগ তাদের।
টিকিট নিতে আসা সাধারণ যাত্রীরা জানান, গতকাল সকাল থেকে ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি টিকেটের জন্য, কিন্তু এখনো পায়নি। এইভাবে কতসময় দাঁড়িয়ে থাকবো।
তারপরও আপনজনের সঙ্গে ঈদ করতে দীর্ঘ অপেক্ষার পর যারাই টিকিট পেয়েছেন উচ্ছ্বাস আর আনন্দের খুশি ছিল তাদের চোখে মুখে।
টিকিট পাওয়া এক যাত্রী জানান, সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছি। এখন অনেক ভালো লাগতেছে। ঈদে বাড়ি যাবো। পরিবারের সাথে ঈদ করবো।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রার থেকে ঘরে ফেরা পর্যন্ত নিরলস সেবা দিতে প্রস্তুত তারা।
এদিকে, সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শনে আসে র্যাব-৩ এর সিও। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত কালোবাজারির কোনো অভিযোগ পাওয়া যায়নি।, সাধারণ মানুষের ঈদ যাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট গত ২২ মে থেকে বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।